ঢাকা: গ্রাহক কেন্দ্রিক কর্মপদ্ধতির ওপর জোর দিতে ১৩টি দেশে একই সঙ্গে কাস্টমার ফার্স্ট ডে পালন করছে টেলিনর গ্রুপ।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস বৃহস্পতিবার (৮ অক্টোবর) জিপিহাউজে কাস্টমার ফার্স্ট ডে উদ্বোধন করেন।
দিনের অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি সম্পূর্ণ পরিচালনা পর্ষদসহ গ্রামীণফোনের দেড় হাজারকর্মী দেশের বিভিন্ন এলাকায় গিয়ে সরাসরি গ্রাহকদের কাছ থেকে অপারেটর নিয়ে তাদের অভিজ্ঞতা শোনেন। বাংলাদেশে এ বছরের কাস্টমার ফার্স্ট ডে’র মূলভাব ছিল ‘গ্রামীণফোন শুধু আপনার মোবাইল অপারেটরই নয়, আমরা ৫৫ মিলিয়ন গ্রাহকের একটি পরিবার’।
এদিকে, কাস্টমার ফার্স্ট ডে উপলক্ষে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজিব শেঠি।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এমআইএইচ/আইএ