ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

পাবনায় যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
পাবনায় যুবকের মরদেহ উদ্ধার ছবি : প্রতীকী

পাবনা: পাবনা সদর উপজেলা থেকে বাকি বিল্লাহ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের পৈলানপুর পারহাউজপাড়ার ওসমানিয়া মোহাম্মদ আলী মসজিদের একটি মেস থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।



মৃত বাকি বিল্লাহ সুজানগর উপজেলার বাঁদাই গ্রামের মৃত হেলাল বিশ্বাসের ছেলে।

সদর থানার উপ পরিদর্শক (এসআই) মুকুল চন্দ্র বাংলানিউজকে জানান, মাস কয়েক আগে বাকি বিল্লাহ পারহাউজপাড়ার মোহাম্মদ আলী জামে মসজিদের মেসের একটি কক্ষ ভাড়া নেন। দুই দিন হলো তার কক্ষের দরজা আটকানো দেখে মেসের অন্যদের সন্দেহ হলে তারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটির দরজা ভেঙে গলায় ফাঁস নেওয়া মরদেহটি উদ্ধার করে থানা নিয়ে আসে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে তার কক্ষের ছিটকারী দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে, মৃত্যুর কারণ এ মুহূর্তে বলতে পারছি না। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ