ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
লালমনিরহাটে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে।

রোববার (১১ অক্টোবর) সকালে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) স্বাভাবিক টহল শুরু করে।



এখন সীমান্তে কোনো উত্তেজনা নেই বলে বাংলানিউজকে জানিয়েছেন দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ছালেকুজ্জামান প্রামাণিক।

এদিকে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ফিরতে শুরু করেছেন সীমান্ত সংলগ্ন বাড়িঘর ছেড়ে নিরাপদে সরে যাওয়া মানুষজন।

এরআগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিএসএফ সীমান্তে শক্তি বৃদ্ধি করে সার্চলাইট দিয়ে নজরদারি শুরু করলে উত্তেজনা দেখা দেয়। এর পরপরই বিজিবি সীমান্তে শক্তি বৃদ্ধি করে রেড অ্যালার্ট জারি করে।

গত ৮ অক্টোবর দুর্গাপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে এক বাংলাদেশি নিহত হন। আহত হন নারীসহ  চারজন। পরদিন পতাকা বৈঠকের মাধ্যমে এ হত্যার প্রতিবাদ জানায় বিজিবি।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ