ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে ট্রাক খাদে পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
গৌরনদীতে ট্রাক খাদে পড়ে নিহত ১

বরিশাল: বরিশালের গৌরনদীতে লাশবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অহিদুল ইসলাম (৪০) নামে একজন নিহত ও কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।

রোববার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে গৌরনদীর মদিনা মসজিদ সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহত অহিদুল ইসলাম নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামের বাসিন্দা।

আহত ১৪ জনকে সকাল ৯টার দিকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।

এরা হলেন- মারুফা, সূজন, চাদনী, জাহিদুল, রেক্সোনা, শহীদুল, হালিমা, লতা, সোবাহান, করিম, মালতি, রোক্সনা, ফারুক ও আসমা।

এদের সবার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার সূর্যপাশা এলাকায় বলে জানিয়েছেন জরুরি বিভাগের ব্রাদার মোস্তাফিজুর রহমান।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান চৌধুরী বাংলানিউজকে জানান, নিহতের চাচা আব্দুল হাকিমের লাশ নিয়ে স্বজনরা ঢাকা থেকে একটি ট্রাকে করে নলছিটির উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে গৌরনদীর মদিনা মসজিদ এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকে থাকা সবাই কমবেশি আহত হন। এদের মধ্যে কেউ গৌরনদী হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়েছেন, আবার কেউ বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছেন।

তিনি জানান, নিহতের মৃতদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ