ঢাকা: রাজধানীর বনানীর সৈনিকক্লাব সংলগ্ন সড়কে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ে(২২) এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু মুসান্না বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে সড়কে চলাচলরত বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন ওই যুবক। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এজেডএস/জেডএফ/পিসি