লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানকালে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে। এতে শাহ আলম মিন্টু (৪০) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ ও তিন পুলিশ সদস্য আহত হন।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত শেষ রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থল থেকে ১৬৫ পিস ইয়াবা, একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী মিন্টু লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর আলিয়া মাদ্রাসা এলাকার মৃত সিরাজুল মনিরের ছেলে। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, আহত ডিবি পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গভীর রাতে সদর উপজেলার পালেরহাট এলাকায় মাদক বেচাকেনা চলছিল। খবর পেয়ে তারা অভিযান চালালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। এ সময় পুলিশ আত্নরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে মিন্টু গুলিবিদ্ধ হলেও অন্যরা পালিয়ে যায়।
গুলিবিদ্ধ মিন্টুর বিরুদ্ধে ৭/৮ টি মামলাসহ একাধিক অভিযোগে রয়েছে বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসআর