ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

সরাইলে বাসচাপায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
সরাইলে বাসচাপায় বৃদ্ধা নিহত ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকাগামী একটি বাসের চাপায় মনোয়ারা বেগম (৬২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা বেড়তলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, কসবার কুটি চৌমুহনী থেকে আসা ঢাকাগামী যমুনা পরিবহনের একটি বাস বেড়তলা এলাকায় পথচারী ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
এ ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে কিছুক্ষণ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে
দু’পাশে যানজটের সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার পর যমুনা বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ