ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ধুনটে ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
ধুনটে ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার ছবি: প্রতীকী

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণের মামলায় মামুন মিয়া (১৫) নামে এক স্কুলছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।  
 
সোমবার (১২ অক্টোবর) রাতে ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  
 
মামুন মিয়া জিঞ্জিরতলা গ্রামের কাজেম উদ্দিন প্রামাণিকের ছেলে। সে ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
 
পুলিশ জানায়, ধুনট পৌর এলাকার এক ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে মাঝে-মধেই প্রেমের প্রস্তাব দিতো মামুন মিয়া। কিন্তু প্রস্তাবে রাজী হয়নি ওই স্কুলছাত্রী।  
 
বিষয়টি মামুনের মা-বাবাকে জানায় স্কুলছাত্রীর বাবা। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে মামুন। এক পর্যায়ে ১০ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে ধুনট শহরের অডিটোরিয়াম হলের সামনের রাস্তা থেকে স্কুলছাত্রীকে অপহরণ করে মামুন ও তার সহযোগীরা।  
 
এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামুন মিয়সহ সাত জনের বিরুদ্ধে ৩ অক্টোবর ধুনট থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই রাতেই অভিযান চালিয়ে ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা গ্রাম থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন কুমার চ্যাটার্জী এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মামলার এজহারভুক্ত আসামি হিসেবে মামুন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ