লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর গন্ধমরুয়া সীমান্ত থেকে ৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার(১৩ অক্টোবর) দুপুরে তাদের আদিতমারী থানায় সোপর্দ করে বিজিবি সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন, আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গন্ধ মরুয়া এলাকার খবির উদ্দিনের ছেলে ইব্রাহীম মিয়া (২২) ও একই এলাকার দিঘলটারী গ্রামের নফির উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (২০)।
বিজিবি সূত্র জানায়, গভীর রাতে মোটরসাইকেলে করে আসছিল দুই যুবক। এ সময় টহলরত বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করে। পরে তাদের শরীর ও মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
মঙ্গলবার দুপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করে তাদের মোটরসাইকেলসহ পুলিশে সোপর্দ করে বিজিবি।
এছাড়াও একই রাতে লালমনিরহাটের সদর উপজেলার মোঘলহাটের কর্নপুর সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১ বোতল বিদেশি মদ, ভারতীয় বিভিন্ন কসমেটিকস পণ্য ও জিরা উদ্ধার করে বিজিবি সদস্যরা।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য দুই লাখ ৫৬ হাজার ৫৮০ টাকা।
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহম্মেদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আরএ