নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় প্রাইভেটকার উল্টে সানজু (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুটির মা ও ভাইসহ চার যাত্রী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সোনাইমুড়ী-সেনবাগ সড়কের ডমুরুয়া মিয়া বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সানজু চট্টগ্রামের লোহাগড়া এলাকার মো. ইলিয়াছের মেয়ে। আহতরা হলেন, সানজুর মা নাজমা আক্তার (৩২) ও ভাই আরিফসহ (১৮) চার জন।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে একটি প্রাইভেটকারযোগে ডমুরুয়া ইউনিয়নের মইশায় গ্রাম থেকে সেনবাগ পৌরসভার বাউপুর এলাকার একটি বিয়ে বাড়িতে যাচ্ছিলেন তারা। পথে সোনাইমুড়ী-সেনবাগ সড়কের ডমুরুয়া মিয়া বাড়ির সামনে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সানজু, নাজমা আক্তার ও আরিফসহ পাঁচ জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু সানজুকে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসআর