আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় গভীর কূপে মারা গেছে শিশু ইয়াছিন (০৭) নামে একটি শিশু। মরদেহ উদ্ধার করেছেন ফায়ারসার্ভিস কর্মীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বাড়ির পাশের একটি খালি জায়গায় বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে প্রায় ৩০ ফুট গভীর কূপের ভেতরে পড়ে যায় শিশু ইয়াছিন।
সে কিশোরগঞ্জের কুনিয়াচর এলাকার দক্ষিণ ফালুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
ইয়াছিনের বাবা জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, সে তার পরিবারের সদস্যদের নিয়ে আশুলিয়ার দক্ষিণ ভাদাইল এলাকার হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকেন। বৃহস্পতিবার তার ছেলে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলা করছিলো।
এসময় হঠাৎ করেই জহির উদ্দিনের বাড়ির একটি খোলা কূপের মধ্যে পড়ে যায়। পরে খবর পেয়ে আশুলিয়া ডিইপিজেডের ফায়ারসার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ারসার্ভিসের কর্মীরা।
আশুলিয়া ডিইপিজেডের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, কূপটির গভীরতা প্রায় ৩০ ফিট। ভেতরে পানি জমে থাকায় শিশুটিকে উদ্ধারে দেরি হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন কাদির বাংলানিউজকে বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কূপটি অরক্ষিত রাখার কারণে বাড়ির মালিকের বিরুদ্ধের প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এএ