সাভার (ঢাকা): সাভারে দুই মণ (৮০ কেজি) গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাভারের ভাকুর্তা ইউনিয়নের নন্দেরখামার গ্রাম থেকে তাকে আটক করেন স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কামরুজ্জামান।
আটক মাদক ব্যবসায়ীর নাম জামিনা খাতুন (৪৫)। তিনি সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লার মোজাম্মেল হকের স্ত্রী।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই মণ গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আইএ