ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় যক্ষগান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
খুলনায় যক্ষগান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বাংলাদেশ-ভারতের সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ইন্দ্রিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে খুলনায় অনুষ্ঠিত হয়ে গেলো  ‘যক্ষগান’।

মহাকাব্য রামায়ণ ও মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত এই ‘যক্ষগান’ খুলনা ক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়।

ভারতের কর্ণাটক অঞ্চলের এই যক্ষগান হচ্ছে ইতিহাস শতাব্দী প্রাচীন লোকশিল্প রূপ।

যক্ষগানের মঞ্চের পেছনের যন্ত্রী ও গায়কদল আর সামনে নৃত্য ও অভিনয় শিল্পীরা একযোগে মহাকাব্যের অংশবিশেষ অভিনয় করেন। জমকালো পোশাক, মাথায় শিরোস্ত্রাণ আর নানা রঙে রঞ্জিত মুখাবয়বে সমৃদ্ধ এই লোক শিল্পরূপ যেন পশ্চিমা দুনিয়ার অপেরা।

নাট্যকলায় স্নাতক ডিগ্রিধারী ৮সদস্যের এই দলের নেতা নাগরাজ যোশী ও তার দল ‘শবর’র নাটক আকারে পরিবেশিত লোক শিল্পে ছিলো সংগীত, সাহিত্য, নৃত্য, অভিনয় আর অঙ্গসজ্জার অনবদ্য গঠনশৈলী। অনুষ্ঠানে ভাগবত থেকে ‘জাম্ববতী কল্যাণ’ কাহিনী মঞ্চায়িত হয়।

এর আগে ভারতীয় দূতাবাসের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক প্রেস ইনফরমেশন অ্যান্ড কালচার ইউংয়ের ফার্স সেক্রেটারি সিদ্ধার্থ চট্টোপাধ্যয় আগাত বিশিষ্টজনদের স্বাগত জানান।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এমআরএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ