টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর থেকে বিদেশী পিস্তল এবং গুলিসহ দেলোয়ার হোসেন (৩৫) ও রুবেল মিয়া (২৩) নামে দু’জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার নবগ্রাম এলাকা থেকে পিস্তল ও গুলিসহ তাকে আটক করা হয়।
আটক দেলোয়ার ধামরাই উপজেলার চৌহাট গ্রামের এরশাদ মোল্লার ছেলে ও রুবেল আজম বেপারী ওরফে দুদু মিয়ার ছেলে।
টাঙ্গাইল র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে প্রথমে দেলোয়ারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে একটি নাইন এমএম বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটকদের কাছে আরো ভারী অস্ত্র থাকতে পারে- এমন তথ্য রয়েছে এজন্য এখন পর্যন্তও অভিযান (রাত ৮.১২ মিনিট) অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসএইচ