ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বর্তমানে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।



বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটা দেশ বা জাতি কতদূর উন্নত হল তার পরিমাপ করা হয় সেই দেশের আইনের শাসন কতটা নিশ্চিত তার উপর। যে দেশের আইনের শাসন নেই, সেই দেশ যতই অর্থনৈতিক ভাবে সাবলম্বী হোক তারা রাষ্ট্রের প্রতি মর্যাদা পাবে না।

চলমান সংস্কার প্রক্রিয়ায় বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, আইনের দৃষ্টিতে বিচার প্রার্থীরা সবাই সমান। তাই মামলা জট কমাতে আইনজীবীদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুল হাইয়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।

এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বাগেরহাট জেলা দায়রা জজ ও ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেন।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ