সিলেট: যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে শনিবার (৩ অক্টোবর) সকালে সরাসরি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি সিলেট জেলা ও মহানগরীর দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউনেপ) সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনাও দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সিলেটে প্রধানমন্ত্রীর যাত্রা বিরতিতে কোনো আনুষ্ঠানিকতা হবে কিনা জানতে চাইলে সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বাংলানিউজকে বলেন, এ বিষয়ে বৃহস্পতিবার (০১ অক্টোবর) সন্ধ্যায় ভিভিআইপি নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ’র সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হবে।
জেলা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ সেপ্টেম্বর ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার গ্রহণ করেন তিনি। ইউনেপ নির্বাহী পরিচালক আচিম স্টেইনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ পুরস্কার তুলে দেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১১টার দিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন তিনি। মূলত জাতিসংঘের অধিবেশনে যোগ দিতেই নিউইয়র্ক যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এনইউ/বিএস