ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: নগর পরিবেশে প্রবীণদের অংশগ্রহণের পরিবেশ সুনিশ্চিতের আহ্বানের মধ্যদিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৫।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে জেলা প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান এবং সমাজসেবা অধিদপ্তর র‌্যালি বের করে।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা অফিসার্স ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
 
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াদুদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লস্কার তাজুল ইসলাম।

সেখানে বক্তব্য রাখেন- সাতক্ষীরা পৌর মেয়র আব্দুল জলিল, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুহাসীন আলী, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা সুভার সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলফাজ উদ্দিন, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ, অধ্যাপক মোজাম্মেল হকসহ জেলা প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের সদস্যরা।

সভায় বক্তারা প্রবীণদের সম্পদ আখ্যায়িত করে তাদের চিকিৎসা ও বিনোদন সুবিধা সুনিশ্চিতের পাশাপাশি নগর পরিবেশে অন্তর্ভুক্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ