ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ঢামেক কর্মচারী পরিচয় দিয়ে ১৪০ পিছ মুরগি নিয়ে উধাও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
ঢামেক কর্মচারী পরিচয় দিয়ে ১৪০ পিছ মুরগি নিয়ে উধাও ছবি: আবাদুজ্জামান শিমুল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালের কর্মচারী পরিচয় দিয়ে এক মুরগি বিক্রেতার ১৪০ পিছ মুরগি নিয়ে উধাও হয়েছেন হাসান নামে এক প্রতারক।

প্রতারিত মুরগি বিক্রেতার নাম বেলাল হোসেন (২২)।



ক্রন্দনরত অবস্থায় বেলাল হোসেন বাংলানিউজকে জানান, পল্লবীর সাড়ে ১১ নম্বর সংলগ্ন মুসলিম বাজারের মুরগি ব্যবসায়ী বেলাল হোসেনের কর্মচারী তিনি। এক মাস আগে হাসান নামে এক ব্যক্তির সঙ্গে তার (বেলাল হোসেন) পরিচয় হয়। নিজেকে ঢামেক হাসপাতালের কর্মচারী পরিচয় দিয়ে বিভিন্ন সময় মুরগি নিতেন।

ঢামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টারের কথা বলে ক্যান্টিনের জন্য মুরগি লাগবে বলে সম্প্রতি বেলাল হোসেনকে বলেন প্রতারক হাসান। কথা অনুযায়ী, বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে একটি পিকআপ নিয়ে মুরগি আনতে যান হাসান। সঙ্গে ছিলেন প্রতারিত বেলাল হোসেন ও তার চাচা।

১৬৫ পিছ মুরগি নিয়ে পিকআপটি হাসপাতাল সংলগ্ন সিয়াম হোটেলের সামনে ‍রাখা হয়। এ সময় প্রতারক হাসান ২৫টি মুরগি আগে পৌঁছে দেওয়ার কথা বলে। এরপর ওই মুরগি তারা ঢামেকের নতুন ভবন সংলগ্ন পিজি ক্যান্টিনের সামনে রাখেন। এ সময় হাসান ওয়ার্ড মাস্টারকে ডেকে আনার কথা বলে বেলাল হোসেন ও চাচাকে ২৫টি মুরগির নিয়ে দাঁড়িয়ে থাকতে বলে।

আর এ সুযোগে বাইরে পিকআপে থাকা ১৪০টি মুরগি নিয়ে উধাও হয় প্রতারক হাসান। যার মূল্য আনুমানিক ত্রিশ হাজার টাকা।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, ছেলেটির (বেলার হোসেন) বক্তব্য শুনে বোঝা গেলো হাসান বড় মাপের প্রতারক। ছেলেটিকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করতে বলেছি। হাসানকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ