মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর শুভ (১৯) নামে এক তরুণের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ১১টার দিকে শহরের নয়াগাঁও এলাকার ধলেশ্বরী নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
শুভ বরিশালের আদম আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় থেকে হাজি রোলিং মিলে কাজ করতেন।
মুক্তারপুর নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুছ বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নৌকায় করে বুড়িগঙ্গা নদীতে ঘুরতে যান শুভ। এ সময় নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে শুভর মৃতদেহ ধলেশ্বরী নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। খবর পেয়ে শুভর বড় ভাই ইকবাল ও কালু মৃতদেহটি তার ভাই শুভ’র বলে শনাক্ত করেন।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এএটি/আরএ