ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ দিবসকে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।



বৃহস্পতিবার(১ অক্টোবর) সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক সায়মা ইউনুস ও পুলিশ সুপার রশীদুল হাসানের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এরপর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা’র সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলিন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গার বিশিষ্ট সাহিত্যিক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মকবুলার রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা জেলা শাখার মহাসচিব আক্তারুজ্জামান।

এদিকে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণদের নিয়ে এক প্রীতি ভোজের আয়োজন করেছে। এই প্রীতি ভোজে আওয়ামী যুবলীগের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও যুগ্ম-আহ্বায়ক ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিললুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ