ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইন চূড়ান্তকরণে সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
ডিজিটাল নিরাপত্তা আইন চূড়ান্তকরণে সভা ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) কর্তৃক প্রণীত ‘ডিজিটাল নিরাপত্তা ও আইন’ পর্যালোচনা ও চূড়ান্তকরণে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (০১ অক্টোবর) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


 
এতে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) সচিব শ্যাম সুন্দর শিকদার।
 
সভায় ‘ড্রাফট পূর্ণগঠন কমিটি’ কর্তৃক প্রণীত ‘ডিজিটাল নিরাপত্তা আইন’র খসড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আইসিটি বিভাগসহ এ আইনের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
 
ডিজিটাল নিরাপত্তা আইনের ৩৬টি ধারার বেশি কয়েকটি ধারার সংযোজন-বিয়োজন নিয়ে অংশগ্রহণকারীরা মতামত দেন।
 
আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন বর্তমান সময়ের দাবি। আইনটি যুগোপযোগী করতে আমরা কাজ করছি।
 
আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশিদও এ সময় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ