ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

অস্ট্রেলিয়া দল কেন আসছে না তা স্পষ্ট নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
অস্ট্রেলিয়া দল কেন আসছে না তা স্পষ্ট নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দল কেন বাংলাদেশে তাদের নির্ধারিত সফরে আসছে না তা সরকারের কাছে স্পষ্ট নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সন্ধ্যায় নি‌উইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমাদের কাছে বিষয়টি স্পষ্ট নয় যে, কেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দল বাংলাদেশে আসছে না।

তবে বিষয়টি নিয়ে উভয় দেশের মধ্যে আলোচনা এখনও চলছে বলে জানান প্রধানমন্ত্রী।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘অতীতে আমরা এই ধরণের পরিস্থিতি দেখেছি। পাকিস্তান ও ভারতের দল বাংলাদেশে খেলেছে। এমনকি, বিশ্বকাপ ক্রিকেট খেলাও এখানে আয়োজন করা হয়েছে। এটি নিতান্তই অস্ট্রেলিয়ার ব্যাপার যে, তারা কেন হঠাৎ করে বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, অতীতে পূর্ণ নিরাপত্তা দিয়ে বেশ কয়েকটি ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ। কিন্তু কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। খেলোয়ারদের নিরাপত্তা নিশ্চিত করার যথেষ্ট অভিজ্ঞতা আমাদের আইন প্রয়োগকারী সংস্থার ও সংশ্লিষ্টদের রয়েছে এবং আমাদের জনগণও এ ব্যাপারে খুবই সচেতন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরের ফলাফল সম্পর্কে অবহিত করতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সদস্যবৃন্দ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের বিষয় ছাড়াও, সংবাদ সম্মেলনে প্রবাসী সাংবাদিকরা বর্তমান রাজনৈতিক ও স্থানীয় ইস্যু নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

উল্লেখ্য, দুটি টেস্ট সিরিজ খেলার জন্য সোমবার বাংলাদেশের পথে যাত্রা করার কথা ছিল অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের।

কিন্তু,সম্ভাব্য ‘নিরাপত্তা ঝুঁকি’ সম্পর্কে সতর্কবার্তার কারণে তাদেরকে যাত্রা না করার পরামর্শ দেয় অস্ট্রেলিয়ার সরকার।

শিডিউল অনুযায়ী ৯ অক্টোবর প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট ঢাকায় ১৭ অক্টোবর শুরু হওয়ার কথা ছিলো।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ