ঠাকুরগাঁও: নগর পরিবেশ উন্নয়নে প্রবীণদের অংশগ্রহণ নিশ্চিত করুন, এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
দিনটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে প্রবীণ হিতৈষী সংঘ, জেলা প্রশাসন ও সমাজ সেবা দপ্তর জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে একটি র্যালি বের করে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু, জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক নলিনী মোহন্ত, শিক্ষাবিদ ইয়াকুব আলী, জালাল উদ্দিন মমতাজ বেগম, ফয়জুল ইসলাম ও সাংবাদিক মামুন অর রশিদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এএটি/পিসি