শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাসের চাপায় দাদী-নাতনি নিহত হয়েছেন। এরা হলেন-মন্ডা বেগম (৪৫) ও তার নাতনি উর্মী আক্তার(৫)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শেরপুর-ঝিনাইগাতী সড়কের বগাডুবি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মন্ডা বেগম উপজেলার বন্ধভাটপাড়া গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী ও উর্মী আক্তার উসমান গনির মেয়ে ছিল।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে মন্ডা বেগম ও তার নাতনি উর্মি সিএনজি চালিত অটোরিকশায় করে শেরপুর যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দাদী ও নাতনির মৃত্যু হয়।
ওসি আরো জানান, বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরএ