ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিনাইগাতীতে বাসচাপায় দাদী-নাতনি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
ঝিনাইগাতীতে বাসচাপায় দাদী-নাতনি নিহত

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাসের চাপায় দাদী-নাতনি নিহত হয়েছেন। এরা হলেন-মন্ডা বেগম (৪৫) ও তার নাতনি উর্মী আক্তার(৫)।



বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শেরপুর-ঝিনাইগাতী সড়কের বগাডুবি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মন্ডা বেগম উপজেলার বন্ধভাটপাড়া গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী ও উর্মী আক্তার উসমান গনির মেয়ে ছিল।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে মন্ডা বেগম ও তার নাতনি উর্মি সিএনজি চালিত অটোরিকশায় করে শেরপুর যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দাদী ও নাতনির মৃত্যু হয়।

ওসি আরো জানান, বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ