সাভার (ঢাকা): সাভারে হাজি আলেমা বেগমের বাড়িতে এখন শুধু কান্নার রোল। আত্মীয় স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।
সৌদি আরবে হজ করতে গিয়ে মিনায় শয়তানের উপর পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে নিখোঁজ হন সাভার পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজি আমিনুর রহমান ও তার সহধর্মিনী আলেমা বেগম।
বাবা হাজি আমিনুর রহমানের মরদেহ এখন পর্যন্ত না পাওয়া গেলে মা আলেমা বেগমের মরদেহ পাওয়া গেছে বলে বৃহস্পতিবার (০১ অক্টোবর) বাংলানিউজকে জানিয়েছেন হাজি দম্পতির ছেলে আরিফুর রহমান।
আরিফ বলেন, আমার মা আর নেই। আজ আমি সত্যিই এতিম হয়ে গেলাম। আমার মায়ের জানাজা বৃহস্পতিবার (০১ অক্টোবর)। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।
নিখোঁজ আমিনুর রহমানের বড় ছেলে আরিফুর রহমান বাংলানিউজকে বলেন, গত ৮ সেপ্টেম্বর হজ করতে আমার বাবা আমিনুর রহমান ও মা আলেমা বেগম সৌদি আরব যান। ২৪ সেপ্টেম্বর হজ শেষে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে তারা নিখোঁজ হন। পরে তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। আজ মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সৌদিতেই স্থানীয় যোহর নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে বলেও জানান আরিফ।
তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিখোঁজ আমিনুর রহমানের মৃত্যু নিশ্চিত করলেও, সনাক্তকৃত লাশের ছবি দেখে পরিবারের লোকেরা নিহতের ছবিটি আমিনুর রহমানের নয় বলে দাবি করেছেন। সে হিসেবে বিষয়টি নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
বিএস/