ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে মাদক বিরোধী অভিযানে ১১ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
মেহেরপুরে মাদক বিরোধী অভিযানে ১১ ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

মেহেরপুর: মেহেরপুরে পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ ১১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতভর জেলার বিভিন্ন স্থানে পুলিশ এই অভিযান চালায়।

 

আটক ব্যবসায়ীরা হলেন-মেহেরপুর শহরের জাহিদ হোসেন (৫০), গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে আসাদুল ইসলাম (৩৪), হাড়িয়াদহ গ্রামের বরজেল মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৩), মেহেরপুর শহরের ক্যাশবপাড়া এলাকার তুষার হোসেন (৩৫), সাদ্দাম হোসেন (২৫), শহিদুল ইসলাম (৩৪), শফিকুল ইসলাম (২৭), শেরেউল (৩০), বাবু হোসেন (৩০) গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের খোদা বকসের ছেলে মজনু হোসেন (৫৫) ও জামাল উদ্দীনের ছেলে আসাদুল ইসলাম (৩৫)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীবের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) উত্তম ভট্টাচার্য এবং গাংনী থানার ওসি আকরাম হোসেনের নেতৃত্বে এসব মাদক বিরোধী অভিযান  চালিয়ে ১১ ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ছয় বোতল ফেনসিডিল ও ২৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, আটক ব্যবসায়ীদের মধ্যে ছয়জনকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ