গাজীপুর: কালীগঞ্জ উপজেলার দরিসোম এলাকায় শীতলক্ষ্যা নদীতে ডুবে জাহিদ (৬) নামে এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরা শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কালীগঞ্জের দরিসোম এলাকার লোকমান মিয়ার ছেলে মো. জাহিদ শীতলক্ষ্যা নদীতে পড়ে যায়।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এএ