মাগুরা: ‘নগর পরিবেশে প্রবীণদের অন্তর্ভুক্তি সুনিশ্চিত করুন’ এই প্রতিপাদ্য নিয়ে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
বৃহস্পতিবার(১ অক্টোবর) উপলক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও বাংলাদেশ প্রবীণ হিতৌষী সংঘের উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়।
জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক কাজী তারিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. এফবিএম আবদুল লতিফ, পৌর মেয়র ইকবাল আকতার খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
পিসি