ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
বগুড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন ছবি: আরিফ জাহান

বগুড়া: আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান জেলা শাখার উদ্যোগে এ দিবস পালন করা হয়।


 
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ১০টার দিকে বগুড়া জেলা স্কুলের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
 
শোভাযাত্রাটি শহরের সাতমাথা হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
 
পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি ডা. হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ডা. মকবুল হোসেন। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রবীণরা সভায় বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ