ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

হিলিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
হিলিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হিলি(দিনাজপুর): হাকিমপুর উপজেলার হিলিতে পানিতে ডুবে মিলন হোসেন (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(১ অক্টোবর) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

মিলন হোসেন ফকিরপাড়া গ্রামের ভুট্টু ইসলামের ছেলে। সে স্থানীয় বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সকালে মিলন বন্ধুদের সঙ্গে হাকিমপুর ডিগ্রি কলেজের পুকুরে গোসল করার জন্য ঝাপ দেয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর কিছুক্ষণ পর পুকুরে মিলন ভেসে ওঠে। এসময় পরিবারের লোকজন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ