হিলি(দিনাজপুর): হাকিমপুর উপজেলার হিলিতে পানিতে ডুবে মিলন হোসেন (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(১ অক্টোবর) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে মিলন বন্ধুদের সঙ্গে হাকিমপুর ডিগ্রি কলেজের পুকুরে গোসল করার জন্য ঝাপ দেয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর কিছুক্ষণ পর পুকুরে মিলন ভেসে ওঠে। এসময় পরিবারের লোকজন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
পিসি