ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
বরিশালে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: “নগর পরিবেশে প্রবীণদের অর্ন্তভুক্তি সুনিশ্চিত করুন”- এই স্লোগান নিয়ে বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।

বরিশাল জেলা প্রশাসন ও বরিশাল সমাজসেবা অধিদপ্তরের আয়োজেন প্রবীণ হিতৈষী সংঘের সহযোগিতায় প্রবীণ দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর সার্কিট হাউজ থেকে একটি র‌্যালি বের করা হয়।



বর্ণাঢ্য র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে এসে শেষ হয়।  

পরে টাউন হলে প্রবীণ হিতৈষী সংঘের সহ সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোশারেফ হোসেন, প্রবীণ হিতৈষী সংঘের আজীবন সদস্য দেলোয়ারা ইসলাম, ওবায়েদুল হক ভূঁইয়া ও মো. শাহজাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ