গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীর মধুমতি নদীতে নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ও বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-নড়াইলের লোহাগাড়া উপজেলার বাঁশগ্রামের বাবু মীনা (৪৫) ও একই উপজেলার পূর্বচরকালনা গ্রামের সবুজ শেখ (২৫)।
২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভোর রাতে বাবু মীনা ফেরি থেকে নদীতে পড়ে যাওয়া ভাতিজাকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দিলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
অন্যদিকে, বুধবার সন্ধ্যায় মোবাইল ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশতঃ ফেরির পন্টুন থেকে মধুমতি নদীতে পড়ে নিখোঁজ হন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সবুজ শেখ।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম মরদেহ দু’টি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতেই উদ্ধারকারী ডুবুরিরা সবুজ শেখের মরদেহ উদ্ধার করে এবং বৃহস্পতিবার দুপুরে নিখোঁজের ৪ দিন পর বাবু মীনার মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৮, অক্টোবর ০১, ২০১৫
আরএ