পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সোহেল সুতার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের নাট সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় মোটরসাইকেলের অপর আরোহী সালাম আহত হন। তাকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত সোহেল নেছারাবাদ উপজেলার উত্তর কামারকাঠী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সোহেল ও সালাম মোটরসাইকেলে করে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের নাট সেতুর কাছে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এএটি/এসআর