ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

মতলবে আগুন লেগে ১১ বসতঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
মতলবে আগুন লেগে ১১ বসতঘর পুড়ে ছাই ছবি: প্রতীকী

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর মেরন দালাল বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।



বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন- শ্রী রাজেস্বর কালু দাস, চূড়া দাস, গৌতম দাস, উত্তম দাস, ওমর চরণ দাস, মনোরঞ্জন দাস (যুবরাজ), অগেন্দ্র দাস, নারায়ণ দাস, শরৎ চন্দ্র দাস, কটু লাল দাস।

চাঁদপুর ফায়ার সার্ভিস (উত্তর) কার্যালয় সূত্রে জানায়, ভোরে নারায়ণপুর মেরন দালাল বাড়িতে রান্না ঘরে মুড়ি ভাজার কাজ করছিলেন কয়েকজন। ওই রান্না ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মতলব ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে একে একে আরো ১০টি ঘর এবং ঘরে থাকা আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।

ওই বাড়ির জয়দেব দাস বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুপুর ১টায় মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার ও উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারে সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ