ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

মিনা ট্র্যাজেডি

পাঁচবিবির এক হাজির মৃতদেহ শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
পাঁচবিবির এক হাজির মৃতদেহ শনাক্ত ছবি: সংগৃহীত

জয়পুরহাট: সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোহাটি এলাকার আয়ুব হোসেন মন্ডল (৬৫) নামে এক হাজির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।

সৌদি আরব থেকে এক আত্মীয়ের পাঠানো ছবি দেখে আয়ুব হোসেনকে শনাক্ত করেন তার পরিবারের লোকজন।



বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে মৃত হাজির মেয়ে সুস্মিতা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

মৃত আয়ুব হোসেন মন্ডল পাঁচবিবি পৌর শহরের গোহাটি এলাকার বাসিন্দা ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিবের চাচা।

পারিবারিক সূত্র জানায়, আয়ুব হোসেন মন্ডল ও তার স্ত্রী মোছা. মাহমুদা বেগম একত্রে হজ করতে যান। ঘটনার দিন শয়তান স্তম্ভে পাথর নিক্ষেপ করে দলের সঙ্গে ক্যাম্পে ফেরার পথে তিনি প্রকৃতির ডাকে দলছুট হন।

এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রবাসী এক আত্মীয় আয়ুব হোসেনের মৃতদেহের একটি ছবি পাঠান তার পরিবারের কাছে। ওই ছবি দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফরিদ হোসেন বাংলানিউজকে জানান, মিনায় পদদলিত হয়ে আয়ুব হোসেনের মৃত্যুর বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ