রাজশাহী: আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০১৫ উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা ও তথ্য মেলার আয়োজন করা হয়েছে।
সিটি করপোরেশনের গ্রিন প্লাজায় বৃহস্পতিবার (০১ অক্টোবর) সভা ও মেলার আয়োজন করা হয়।
আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবসেরর এবারের প্রতিপাদ্য- ‘তথ্যই শক্তি। জানবো জানাবো, দুর্নীতি রুখবো’। পরে সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রফেসর আবদুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন।
![](files/October2015/October01/raj_pic_4_206069050.jpg)
সভায় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, সনাকের সহ-সভাপতি ও দৈনিক সোনার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক আকবারুল হাসান মিল্লাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সনাকের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান ধারণাপত্র উপস্থাপন করেন। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শামসুজ্জামান স্বাগত বক্তব্য দেন।
সভায় বক্তারা জনগণের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আরও সচেতন হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। তথ্য মেলায় স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণকে উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানানো হচ্ছে। মেলায় ৩৬টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্টল রয়েছে। এছাড়া সন্ধ্যায় রয়েছে দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসএস/আইএ