ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে রাজশাহীতে মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে রাজশাহীতে মেলা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০১৫ উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা ও তথ্য মেলার আয়োজন করা হয়েছে।

সিটি করপোরেশনের গ্রিন প্লাজায় বৃহস্পতিবার (০১ অক্টোবর) সভা ও মেলার আয়োজন করা হয়।

এ উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে রেল স্টেশন চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরভবনে গিয়ে শেষ হয়।

আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবসেরর এবারের প্রতিপাদ্য- ‘তথ্যই শক্তি। জানবো জানাবো, দুর্নীতি রুখবো’। পরে সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রফেসর আবদুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সভায় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, সনাকের সহ-সভাপতি ও দৈনিক সোনার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক আকবারুল হাসান মিল্লাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সনাকের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান ধারণাপত্র উপস্থাপন করেন। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শামসুজ্জামান স্বাগত বক্তব্য দেন।

সভায় বক্তারা জনগণের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আরও সচেতন হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। তথ্য মেলায় স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণকে উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানানো হচ্ছে। মেলায় ৩৬টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্টল রয়েছে। এছাড়া সন্ধ্যায় রয়েছে দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ