লক্ষ্মীপুর: সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে আলী হায়দার ওরফে আলী বাবা নামে পীর দাবিদার এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সদরের হাজিরপাড়া থেকে তাকে আটক করা হয়।
আলী হায়দার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের মৃত আজাহার আলী ভূঁইয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সকল রোগের চিকিৎসা, জায়গা-জমির বিরোধ নিষ্পত্তি, শত্রুকে বশে আনা, অলক্ষ্মী দূর করা, স্বামী-স্ত্রীর মহব্বত বৃদ্ধি, প্রেমিকাকে কাছে পাওয়া, নিঃসন্তানকে সন্তান দান, বিদেশ গমন ও পরীক্ষা পাশের তাবিজ-কবজ বিক্রি, পানিপড়া ও ঝাঁড়-ফুঁক দিয়ে মানুষের সঙ্গে নানাভাবে প্রতারণা করে আসছিলেন নিজেকে পীর দাবি করা আলী হায়দার।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, প্রতারণার বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
এদিকে, একই সময় আবু ছায়েদ (২২) নামে এক বখাটেকে পালপাড়া বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।
আবু সায়েদ পালপাড়া গ্রামের গোলম ফারুকের ছেলে। তার বিরুদ্ধে নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে মামলা রয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
এমজেড