সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যাত্রীবোঝাই একটি ভটভটি উল্টে রিমি বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ যাত্রী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সারিয়াকান্দি-গাবতলী সড়কের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিমি গাবতলী উপজেলার হাতিবান্দা গ্রামের সবুজ মিয়ার স্ত্রী।
আহতরা হলেন, আমতলী গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (৪৫), আমিনুল ইসলাম (৩০) ও গাবতলী উপজেলার কাকড়া গ্রামের আজিমুদ্দীন (৪০)। তাদের সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, ভটভটিটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসআর