পঞ্চগড়: ‘নগর পরিবেশে প্রবীণদের অন্তর্ভুক্তি সুনিশ্চিত করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রবীণ দিবসের শোভাযাত্রা বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মমতাময় মমতাময়ী পুরস্কার দেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জড়া বিজ্ঞান পরিষদের পঞ্চগড় জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মখলেছুর রহমান, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক শহীদুল ইসলাম এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল উপস্থিত ছিলেন।
এ সময় আমলাহার ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক একেএম শামসুদ্দিন আজাদকে বৃদ্ধ বাবার প্রতি নিরলস সেবাদান করায় মমতাময় এবং রোগে শয্যাশায়ী শ্বশুর-শাশুড়ির সেবা করার জন্য মসজিদপাড়া এলাকার রানীছা বেগমকে মমতাময়ী পুরস্কার দেওয়া হয়।
আলোচনা ও পুরস্কার প্রদান শেষে এ বছরে মৃত্যু বরণকারী প্রবীণদের জন্য বিশেষ দোয়া করা হয়।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
পিসি