ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

মুজাহিদ-সাকার মৃত্যু পরোয়ানায় ময়মনসিংহে আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
মুজাহিদ-সাকার মৃত্যু পরোয়ানায় ময়মনসিংহে আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যু পরোয়ানা জারি হওয়ায় ময়মনসিংহে আনন্দ মিছিল করেছেন মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে শহরের ঈষাণ চক্রবর্তী রোডের দলীয় কার্যালয় থেকে এ আনন্দ মিছিলটি বের হয়।

তা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে ফের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার জিয়াউল ইসলাম এ আনন্দ মিছিলের নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কামাল পাশা, সদর উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আহ্ববায়ক ও সদরের সাবেক কমান্ডার সেলিম সরকার রবার্ট, সাবেক জেলা কমান্ডার আব্দুর রব, সদরের বর্তমান কমান্ডার আবুল কালাম, নাজিম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ