ময়মনসিংহ: জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যু পরোয়ানা জারি হওয়ায় ময়মনসিংহে আনন্দ মিছিল করেছেন মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে শহরের ঈষাণ চক্রবর্তী রোডের দলীয় কার্যালয় থেকে এ আনন্দ মিছিলটি বের হয়।
মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার জিয়াউল ইসলাম এ আনন্দ মিছিলের নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কামাল পাশা, সদর উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আহ্ববায়ক ও সদরের সাবেক কমান্ডার সেলিম সরকার রবার্ট, সাবেক জেলা কমান্ডার আব্দুর রব, সদরের বর্তমান কমান্ডার আবুল কালাম, নাজিম উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আইএ