ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে ২ নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
রায়গঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে ২ নারী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ও পিকাআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ২ নারী নিহত ও অন্তত ১৫জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চান্দাইকোনা ইউনিয়নের ওমরের স’মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


 
এ ঘটনায় আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে বগুড়া জেলার শিবগঞ্জ থানার বাসিন্দা মুন্নাবাড়ি গ্রামের জোসনা খাতুনের নামপরিচয় জানা গেছে। বাকীদের হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

তবে আহতদের মধ্যে অধিকাংশই শিবগঞ্জের মুন্নাবাড়ী গ্রামের বাসিন্দা ও গার্মেন্টসকর্মী বলে জানিয়েছেন রায়গঞ্জ শহর উপ পরিদর্শক (টিএসআই) আশুতোষ কুমার।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, বগুড়ার শিবগঞ্জ থেকে ঢাকাগামী গার্মেন্টস কর্মীদের বহনকারী একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান যাত্রী জোসনা খাতুনসহ অপর এক নারী নিহত হয়।

এ সময় পিকআপ ভ্যানের কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ