ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ের সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
ঠাকুরগাঁওয়ের সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসকের মৃত্যু

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দারুল ইসলাম নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বেলা পৌনে ১টার দিকে ঠাকুরগাঁও রোড এলাকার শুকনদীর ব্রিজের সামনে দ্রুতগামী থ্রি-হুইলার ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।



দারুল ইসলাম ঠাকুরগাঁও রোড ইসলাম নগর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুকনদীর ব্রিজের সামনে ওই চিকিৎসক ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিল। এসময় বালিয়াডাঙ্গীগামী একটি থ্রি-হুইলার ধাক্কা দিলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একরামুদৌল্লা ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তবে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, এ দুর্ঘটনা সম্পর্কে তিনি এখনো কিছু জানেননা। তবে খোঁজ নিয়ে দেখছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ