ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জে ভারতীয় নাসির বিড়িসহ প্রাইভেট কার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
কমলগঞ্জে ভারতীয় নাসির বিড়িসহ প্রাইভেট কার জব্দ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় নাসির বিড়িসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) ভোরে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর নয়াবাজারে এলাকায় থেকে এগুলো জব্দ করা হয়।



শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) বেল্লাল মলিক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর নয়াবাজারে এলাকায় একটি প্রাইভেট কারে (চট্ট মেট্রো ০৫-০১৩১) তল্লাশি চালিয়ে ১ লাখ ৫৯ হাজার পিচ ভারতীয় নাসির বিড়িসহ কারটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ