গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার দায়ে শামিম আহম্মেদ (১৮) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হান্নান এ আদেশ দেন।
শামিম আহম্মেদ উপজেলা সদরের পারুল গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, শামিম ওই স্কুলছাত্রীকে স্কুলে যাওয়া- আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করলে তাকে আটক করে পুলিশ।
পরে শামিমকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। বিকেলে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এএটি/পিসি