ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে বাল্যবিয়ে, মা-ছেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
চাঁদপুরে বাল্যবিয়ে, মা-ছেলের কারাদণ্ড

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাল্যবিয়ে দেওয়ার ঘটনায় কনের মা ও ভাইকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড‍াদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মফিজুল ইসলাম এ আদেশ দেন।



দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার পশ্চিম দক্ষিণ লুধুয়া গ্রামের আকলিমা বেগম (৪৫) ও তার ছেলে মো. হারুন জমাদার (২৩)।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বাংলানিউজকে জানান, পশ্চিম দক্ষিণ লুধুয়া গ্রামের জমাদার বাড়িতে রেহান জমাদারের মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তার মা ও ভাই। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই বাড়িতে গিয়ে বিয়ের সাজসজ্জা দেখতে পান। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে মা ও ছেলেকে এক মাস করে কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মা-ছেলেকে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ