চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাল্যবিয়ে দেওয়ার ঘটনায় কনের মা ও ভাইকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মফিজুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার পশ্চিম দক্ষিণ লুধুয়া গ্রামের আকলিমা বেগম (৪৫) ও তার ছেলে মো. হারুন জমাদার (২৩)।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বাংলানিউজকে জানান, পশ্চিম দক্ষিণ লুধুয়া গ্রামের জমাদার বাড়িতে রেহান জমাদারের মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তার মা ও ভাই। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই বাড়িতে গিয়ে বিয়ের সাজসজ্জা দেখতে পান। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে মা ও ছেলেকে এক মাস করে কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মা-ছেলেকে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এএটি/আরএ