ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
ঈশ্বরদীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলার দুই গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া ও খালিসপুর গ্রামে এ ঘটনা ঘটে।



মৃত দুই শিশু হলো, নওদাপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে সৌরভ (৫) ও খালিসপুর গ্রামের মোকলেছ উদ্দিনের ছেলে মোফাচ্ছির (৩)।

দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম কেনেডী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে সৌরভ অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে অসাবধানতাবশত বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর ২টার দিকে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করেন স্বজনরা।

অপরদিকে, প্রায় একই সময়ে খালিসপুর গ্রামে শিশু মোফাচ্ছির পরিবারের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।

তাকে না পেয়ে স্বজনরা খুঁজতে শুরু করেন। পরে বিকেল ৩টার দিকে পুকুরে তার দেহ ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে  কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ