লালমনিরহাট: কারাগারে সাজা ভোগের পর শাহাজালাল উদ্দিন জালাল (৫০) নামে এক বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
ফেরত আসা শাহাজালাল উদ্দিন জালাল লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার পূর্ব কেওড়া গ্রামের বাসিন্দা।
বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, অনুপ্রবেশের দায়ে জালালকে ২৫ মাসের সাজা দেয় ভারতীয় আদালত। সেখানে কারাভোগের পর বৃহস্পতিবার দুপুরে ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশের এসআই বাঁধন চন্দ্র বর্ম্মন জালালকে হস্তান্তর করেন।
নিয়মানুযায়ী দেশে ফিরে আসা জালালকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান বুড়িমারী ইমিগ্রেশনের ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরএ