ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বিশ্বসাহিত্য কেন্দ্রে লালজমিন মঞ্চস্থ হবে শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
বিশ্বসাহিত্য কেন্দ্রে লালজমিন মঞ্চস্থ হবে শুক্রবার ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় মঞ্চায়ন হবে শূণ্যন রেপার্টরি থিয়েটারের প্রযোজনা ‘লালজমিন’। এ নিয়ে নাটকটির ৮৫তম প্রদর্শনী হতে যাচ্ছে।



বৃহস্পতিবার (১ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

মোমেনা চৌধুরীর একক অভিনয়ের এ নাটকটি লিখেছেন নাট্যকার মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তী। পোশাক পরিকল্পনা করেছেন ওয়াহিদা মল্লিক।

এছাড়া সঙ্গীত পরিকল্পনা করেছেন জুলফিকার চঞ্চল ও রামিজ রাজু। সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, রামিজ রাজু, নীলা সাহা।

প্রদর্শনীর নেপথ্যে থাকবেন- সঙ্গীত প্রয়োগে নিথর মাহবুব, আলোক প্রক্ষেপণে মনির, সার্বিক সহযোগিতায় তানভীর সানি ও মেহেদী হাসান।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ