পঞ্চগড়: পঞ্চগড়ের নুরুন আলা নুর কামিল মাদ্রাসায় ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে ঢুকে ৫ ছাত্রকে মারধর করে আহত করেছেন আকবর আলী (৩৭) নামে এক স্বর্ণকার।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার সপ্তম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, এ ঘটনার পরপরই মাদ্রাসা কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আহত ছাত্ররা হলো, সপ্তম শ্রেণির ছাত্র আবু বক্কর সিদ্দিক, আহসান হাবিব, তন্ময়, শাহিন ও আদনান গণি।
আহত শিক্ষার্থীরা জানায়, সকালে ক্লাস চলাকালীন হঠাৎ করে মাদ্রাসা সংলগ্ন কামাতপাড়া এলাকার বসিন্দা ও পঞ্চগড় বাজারের শ্যামল জুয়েলার্সের কর্মচারী আকবর আলী (৩৭) শ্রেণিকক্ষে ঢুকে তাদের কিল-ঘুষি মারতে থাকেন। এতে ৫ জন আহত হয়।
এ সময় শ্রেণি শিক্ষক তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও ছাত্ররা তাদের উদ্ধার করেন ও ওই ব্যক্তিকে আটক করে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করে।
হামলাকারী আকবর আলী বাংলানিউজকে জানান, তাকে উদ্দেশ্য করে ওই শিক্ষার্থীরা প্রায়ই ঠাট্টা-মশকরা করে। আজ তার মেজাজ নিয়ন্ত্রণে না থাকায় কয়েকজনকে চর-থাপ্পর দিয়েছেন।
মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ আব্দুর রহমান বাংলানিউজকে জানান, আহত শিক্ষার্থীদের পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় মামলা করা হবে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, তারা অভিযোগ পেয়েছেন। মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসআর