গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুর থেকে হবিবুর রহমান হবি (৬০) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের কঞ্চিবাড়ী গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
হবিবুর রহমান হবি কঞ্চিবাড়ী গ্রামের বাসিন্দা।
কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মোতালেব জানান, সকালে কঞ্চিবাড়ী গ্রামের জাকিরুল ইসলামের পুকুরে হবিবুর রহমানের মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোখলেছার রহমান বাংলানিউজকে জানান, হবিবুর রহমানের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর মৃতদেহ পুকুরে ফেলে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
এমজেড